• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ সকাল ০৬:০৭:২৯ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাসাইলে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

২১ জুলাই ২০২৫ দুপুর ০২:৪৮:০৮

সংবাদ ছবি

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

২১ জুলাই সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে পারফরমেন্স বেজড গ্র্যান্সস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর আওতায় এ পুরস্কারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেবেকা সুলতানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের বক্তব্য রাখেন- জেলা শিক্ষা অফিসের জেলা ট্রেনিং কো-অর্ডিনেটর আব্দুল মান্নান, সহকারী পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, বাসাইল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, বাসাইল জোবেদা-রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম মিঞা, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন।

অনুষ্ঠানে এসএসসিতে ২০২২ ও ২০২৩ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী ১৮ জনকে ১০ হাজার টাকা করে ও এইচএসসিতে ২০২২ ও ২০২৩ সালে শ্রেষ্ঠ শিক্ষার্থী ২০ জনকে ২৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়। এসময় তাদের মাঝে ক্রেস্ট ও সনদও বিতরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬