• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ সকাল ১০:৫৩:১৮ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী দিপুর জামিন না মঞ্জুর

১৯ মে ২০২৪ সকাল ১১:১৭:০৯

সংবাদ ছবি

নীলফামারী প্রতিনিধি: নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ও মোবাইল কোর্টের আদেশ অমান্য করায় নীলফামারীর সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপুর জামিন আবেদন না মঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

১৮ মে শনিবার বিকালে সৈয়দপুর সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শাহিন কবিরের শুনানি শেষে এ আদেশ দেন। নীলফামারী সদর থানার কোর্ট পুলিশ পরিদর্শক মো. জিন্নাত আলী এসব তথ্য নিশ্চিত করেন।

এর আগে ১৭ মে শুক্রবার জীবন্ত ঘোড়া নিয়ে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার অভিযোগে তাকে ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম। প্রার্থী নিজের ভুল ও রায়কে অস্বীকার করায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট বাদী হয়ে তার বিরুদ্ধে একইদিনে দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নিয়মিত মামলা দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপু শহরের শহীদ তুলসীরাম সড়কে ঘোড়ার গাড়িতে করে প্রচারণায় অংশ নেন। এ সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সেখানে উপস্থিত হন ভ্রাম্যমাণ আদালত। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২০১৬ সালের নির্বাচনী আচরণবিধি অনুসারে জীবন্ত প্রাণী নিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর অপরাধে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করেন, অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহিন কবির আদালতে চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপুর জামিন আবেদন করলে আদালত তা  নামঞ্জুর করে আগামী ২০ মে শুনানির দিন ধার্য করে। আদালতের আদেশে অসন্তুষ্ট আসামী পক্ষের আইনজীবী। আগামী শুনানির দিনে ফের জামিন চাইবেন বলে জানান তার আইনজীবী সামসুজ্জোহা (জোহা)।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
ভারত ছাড়ছেন নেপালের নাগরিকরা
১২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:৪৭:৪৩