• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০২:২৪:১৮ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নোয়াখালীতে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আটক

২২ এপ্রিল ২০২৪ বিকাল ০৫:০৫:২৫

সংবাদ ছবি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত সংঘঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মো.শরীফ উল্যাহ নামে ২০ বছরের এক যুবককে আটক করেছে সাইবার ক্রাইম উইং এন্টি টেররিজম ইউনিট।

২২ এপ্রিল সোমবার বিকেলের দিকে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

এর আগে, একই দিন সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।    

আটক শরীফ মীরওয়ারিশপুর ইউনিয়নের মীরআলীপুর গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে।  

জানা যায়, সকালে সাইবার ক্রাইম উইং এন্টি টেররিজম ইউনিট ঢাকার একটি দল তাকে আটক করে থানায় নিয়ে আসে। এরপর তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা নেওয়া হয়। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে বিচারিক আদালতে পাঠানো হয়।

অভিযোগ রয়েছে, আসামি শরীফ নিষিদ্ধ ঘোষিত সংঘটন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। সে ফেইসবুক গ্রুপে ইসলামিক আলোচনার মাধ্যমে বিভিন্ন তথ্য আদান প্রদান করে প্রজাতন্ত্রের জানমাল ও সম্পত্তি ক্ষতিসাধনের ষড়যন্ত্রের লিপ্ত। সে উগ্রবাদী পোস্ট প্রচার প্রচারণা করার অপরাধ করে আসছে। দীর্ঘ নজরদারি শেষে ১টি মোবাইল ও ১টি সীমসহ তাকে গ্রেফতার করা হয়।  

ঘটনার সত্যতা নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার  কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম।  তিনি বলেন, মামলাটি এন্টি টেরোরিজম ইউনিট ঢাকার একটি দল তদারকি করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬