• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০৩:৪২:৫৩ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

গৌরনদীতে বিয়ে বাড়িতে চুরি, চিৎকার দেয়ায় নারীকে কুপিয়ে জখম

১৫ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ১২:১৮:২৫

সংবাদ ছবি

বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদীতে একটি বিয়ে বাড়ি থেকে নগদ টাকা চুরি করে নিয়েছে সংঘবদ্ধ চোরেরা। এসময় ডাক-চিৎকার দিলে এক নারীকে মারধর ও কুপিয়ে জখম করা হয়।

১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে বরিশালের গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ডের সুন্দরদী গ্রামের নীলখোলা এলাকার আসমান আলী ঘরামির বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আসমান আলীর ছেলে সাদ্দাম বলেন, ১৭ সেপ্টেম্বর আমার ছোট বোনের বিয়ে। বিয়ের কেনা-কাটার জন্য আমার প্রবাসী ভাইয়ের ঘরে নগদ ৭০ হাজার টাকা গচ্ছিত ছিল। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে আমার ভাইয়ের স্ত্রী রোকসানা বেগম প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে তার মুখ চেপে ধরে মারধর করে চোরেরা। এরই মধ্যে বাড়িতে ঢুকে নগদ টাকা চুরি করে তারা। ওই সময় ডাক-চিৎকার দিলে রোকসানাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় সংঘবদ্ধ ওই চোর চক্র। পরে আহত রোকসানাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬