• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ১১:২২:৫৪ (11-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বেগমগঞ্জে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৩ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৪:১৭:৫১

সংবাদ ছবি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে বিদ্যুতের তার পেঁচানো অবস্থায় মো.কুদ্দুস (৫১) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে সুরমা আক্তার ওরফে বিবি আছিয়াকে (৩৮) থানায় নিয়ে গেছে পুলিশ।

১৩ সেপ্টেম্বর বুধবার সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এর আগে, একই দিন ভোর রাতের দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চকোইয়াদের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কুদ্দুস উপজেলার রসুলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রফিকপুর গ্রামের চকোইয়াদের বাড়ির মৃত খলিলুর রহমানের ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কুদ্দুস একজন ব্যবসায়ী ছিলেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে তিনি স্ত্রীসহ ঢাকা থেকে বাড়িতে আসেন। এরপর রাত সোয়া ২টার দিকে কুদ্দুস তার শয়ন কক্ষে শরীরে বিদ্যুতের তার পেঁচিয়ে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা। পরে পরিবারের সদ্যদের ডাক-চিৎকারে এলাকাবাসী বিষয়টি জানতে পারে। তবে স্থানীয়দের ভাষ্যমতে, ভিকটিমের সাথে কিছুদিন ধরে স্ত্রীর পারিবারিক কলহ চলে আসছিল।

এ বিষয়ে বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আনিস মাহমুদ বলেন, ঘটনাস্থলে মরদেহর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গৃহবধূকে আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আটক না, তার কাছে আমরা জানতে চাচ্ছি কি হয়েছে। ঘরের ভিতরের ঘটনার মধ্যে একটা কন্ট্রাডিকশন আছে। তদন্ত চলছে বিস্তারিত পরে বলা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬