• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০২:৪৮:১১ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বগুড়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় যুবক গ্রেফতার

১০ সেপ্টেম্বর ২০২৩ সকাল ০৮:৫৫:৩১

সংবাদ ছবি

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

৯ সেপ্টেম্বর শনিবার দুপুরে আদালতের মাধ্যমে ওই যুবককে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার সাইফুল ইসলাম নামের ওই যুবক বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের নান্দুরা আঁকাইল পাড়া গ্রামের বাসিন্দা।

বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আখতার বিষয়টি এশিয়ান টিভি-কে নিশ্চিত করেন।

পুলিশ জানায়, তরুণীর বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে ৮ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় বৃষ্টি শুরু হলে অভিযুক্ত যুবক ওই বাড়িতে ঢুকে তরুণীকে ধর্ষণ করে। একপর্যায়ে তরুণী অচেতন হয়ে পড়লে তাকে পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে কিছু কাপড় ওই তরুণীর শরীরের ওপর রেখে আগুন লাগিয়ে পালিয়ে যায় অভিযুক্ত।

এ সময় মেয়েটির জ্ঞান ফিরে এলে সে দৌড়ে পাশের বাড়িতে গিয়ে লুটিয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত অবস্থায় শনিবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় মেয়েটির বাবা শুক্রবার রাতেই থানায় মামলা দায়ের করেন। তারই প্রেক্ষিতে সাইফুলকে শুক্রবার বিকালে সাইফুককে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬