• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০২:০৯:৪৬ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

স্বাস্থ্য

ডেঙ্গুতে আর মৃত্যু দেখতে চাই না: স্বাস্থ্যমন্ত্রী

৯ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ০২:৫২:৫৬

সংবাদ ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এখনও মশা বাড়ছে, তাই ডেঙ্গুরোগী বাড়ছে। মৃত্যুও বাড়ছে। যে পর্যন্ত মশা না কমবে, রোগীর সংখ্যা কমবে না। মৃত্যুও কমবে না। 

তিনি বলেন, ইতোমধ্যে ৭শ’র বেশি মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে আর মৃত্যু দেখতে চাই না।

৯ সেপ্টেম্বর শনিবার দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, পৃথিবীর অন্যান্য দেশে মশা নিধনে ভাল করে স্প্রে করেছে, কার্যকর ব্যবস্থা নিয়েছে বিধায় মশা কমেছে। ওইসব দেশে ডেঙ্গু রোগীও কম, মৃত্যুও কম। ডেঙ্গুর প্রকোপ কমাতে হলে মশা কমাতে হবে। আর এজন্য সিটি করপোরেশন, পৌরসভাকে কার্যকর ভূমিকা রাখতে হবে। এডিস মশা নিধনে যথাযথ কার্যকরী ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, কোভিড নিয়ন্ত্রণে যেভাবে করা হয়েছে, ডেঙ্গু নিয়ন্ত্রণেও সকলে মিলে সেভাবে কাজ করা হবে।

ডেঙ্গু চিকিৎসায় স্যালাইন সংকটের ব্যাপারে মন্ত্রী বলেন, ইতোমধ্যে ভারত থেকে ৭ লাখ স্যালাইন আমদানি করার অনুমোদন দেয়া হয়েছে। আজকালের মধ্যে সাড়ে ৩ লাখ স্যালাইন চলে আসবে। বাকিগুলোও শিগগিরই এসে চলে আসবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬