• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০১:২৭:০৯ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

দিনাজপুরে ট্রাকের চাকায় মোটরসাইকেল আরোহী নিহত

৬ সেপ্টেম্বর ২০২৩ সকাল ০৯:১৫:২৪

সংবাদ ছবি

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শহরের ফুলবাড়ি বাসস্ট্যান্ড মোড়ে ১০ চাকার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছে। ঘাতক ট্রাকটি আটক হলেও চালাক এবং হেলপার পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাত সাড়ে ৮টায় দিনাজপুর শহরের ফুলবাড়ি বাসস্ট্যান্ডের ডায়াবেটিকস হাসপাতালের সামনের সড়কে ভবানীগঞ্জ থেকে আসা দিনাজপুর শহরগামী ১০ চাকার একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মো. আসাদুজ্জামান মানিক (২৭) নামের এক যুবক পিষ্ট হয়ে গুরুত্বর আহত হন । ঘটনার পর পরই আহত মানিককে স্থানীয়রা উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে কতর্ব্যরত চিকিতসক তাকে মৃত ঘোষণ করেন।

দুর্ঘটনায় নিহত মানিক শহরের ৯নং উপশহর এলাকার মৃত আব্দুস সামাদের পুত্র।

ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করলেও গাড়ির চালক ও হেলপার পালিয়ে যায়।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, পাথরবোঝাই ঘাতক ট্রাকটি আটক করলেও চালক এবং হেলপারকে পাওয়া যায়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬