• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ১১:৩২:৫৭ (11-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের অভিযোগে এএসআইর বিরুদ্ধে মামলা

৬ সেপ্টেম্বর ২০২৩ সকাল ০৮:২২:১৩

সংবাদ ছবি

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরের মোল্লাররহাট এলাকার স্বামী পরিত্যক্তা এক নারীকে (৩০) ধর্ষণের অভিযোগে আল আমিন মোল্লা (৪২) নামে এক পুলিশের সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং ১২৫/২৩) দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী।

৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে ঝালকাঠি আদালতে মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক মো. আব্দুল হামিদ পিরোজপুর পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন মামলার বাদী পক্ষের আইনজীবী খান শহীদুল ইসলাম।

মামলার আসামী আল আমিন পটুয়াখালীর দুমকি উপজেলার উত্তর মুড়াদিয়া এলাকার মো. ইউনুচ মোল্লার ছেলে। তিনি বর্তমানে বরিশালের মুলাদি থানায় কর্মরত রয়েছেন বলে জানিয়েছেন মামলার বাদী ভুক্তভোগী ওই নারী।

মামলা সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধ নিয়ে ২০২২ সালের ১৩ ডিসেম্বর রাজাপুর থানার এএসআই আল আমিনের কাছে অভিযোগ জানাতে গিয়ে তার সাথে পরিচয় হয় ওই নারীর। ওই ঘটনার সূত্র ধরে তার সাথে ফোনে কথা ও থানায় এসে যোগাযোগ শুরু হয়। তাদের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি হলে ওই নারীকে আল আমিন বিভিন্ন সময় কুপ্রস্তাব ও বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক তৈরি করেন। ওই বছরের ১৬ ডিসেম্বর এক ব্যক্তিকে কাজি সাজিয়ে কয়েকটি সাদা কাগজে সই নিয়ে তাদের বিয়ে হয়ে গেছে বলে আল আমিন ওই নারীকে জানায়। ওই রাত থেকে ২০২৩ সালের ২০ আগস্ট পর্যন্ত এএসআই আল আমিন রাজাপুর ও নলছিটি থানায় কর্মরত থাকাকালীন ওই নারীকে বিভিন্ন সময় বিভিন্ন স্থানের হোটেলে নিয়ে একাধিক বার ধর্ষণ করেন। পরবর্তীতে স্ত্রীর স্বীকৃতি ও তার কাছে বাসা ভাড়া করে নিয়ে রাখার দাবি করলে ওই নারীর উপরে শারীরিক নির্যাতন চালিয়ে যোগাযোগ বন্ধ করে দেন আল আমিন।

এ বিষয়ে জানার জন্য এএসআই আল আমিনের ব্যবহৃত মোবাইলে একাধিক বার কল দিলে তিনি ফোন কেটে দেন। তার ব্যবহৃত হোয়াটস্যাপে এ বিষয়ে খুদে বার্তা দিয়ে তার মতামত জানতে চাইলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬