• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ সকাল ০৭:৪৬:৩৬ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মৌলভীবাজারে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালিত

২ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৩:৪৫:৫৬

সংবাদ ছবি

মৌলভীবাজার প্রতিনিধি: আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস-২০২৩ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ সেপ্টেম্বর শনিবার দুপুরে শহরের শিল্পকলা একাডেমির হলরুমে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বনবিভাগের প্রধান বন সংরক্ষক মো. আমির  হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথ হিসেবে উপস্থিত ছিলেন, পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের অতিরিক্তি সচিব ইকবাল আবদুল্লাহ হারু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মোহন, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, বন সংরক্ষক ইমরান আহমেদ, আইইউসিএনের সিনিয়র প্রোগ্রাম অফিসার এ.বি.এম. সরোয়ার আলম, বিভাগীয় বন কর্মকর্তা ডা. মো. জাহাঙ্গীর আলম, প্যানেল মেয়র মো. নাহিদ হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম, আইইউসিএনের কান্ট্রি রিপ্রিজেন্টেটিভ রকিবুল আমিন প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, দেশে এখন ২৬০টি শকুনের অস্তিত্ব রয়েছে। শুন্দরবনের পর শকুনের সবচেয় নিরাপদ আবাসস্থল হলো সিলেট অঞ্চল। সিলেটের চুনারুঘাটের রেমা-কারেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যে এখনও বেশ কিছু শকুন বাস করে। উচু গাছপালা কাটা বন্ধ করতে এবং ডাইক্লোফেনাক ও কিটোপ্রোফেন জাতীয় ব্যথানাশক ওষুধের মাত্রাতিরিক্ত ব্যবহার বন্ধে সাবার প্রতি আহ্বান জানান বক্তারা।

একই সঙ্গে তারা বলেন, এ ব্যাপারে আমাদের এখনই সচেতন হতে হবে। অন্যথায় দেশ থেকে শকুন একেবারে বিপুল্প হয়ে যাবে। আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬