• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ সকাল ০৭:৪৪:৫৬ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নাগেশ্বরীতে নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

২২ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:১০:০৯

সংবাদ ছবি

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে সাঁতার কেটে নদী পার হতে গিয়ে নিখোঁজ হওয়া বৃদ্ধের মরদেহ একদিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি ও স্থানীয়রা। ২২ আগস্ট মঙ্গলবার সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিখোঁজ আব্দুস সফির (৭০) বাড়ি উপজেলার নেওয়াশী ইউনিয়নের ফকিরটারী এলাকায়।

স্থানীয়রা জানান, সোমবার বিকেলে ফকিরের হাট বাজারের দক্ষিণ পাশে সাতারখাওয়া নদীর অপর প্রান্তে গরুর জন্য ঘাস কাটতে যান কৃষক আব্দুস সফি। পরে ঘাসের বোঝা নিয়ে নদী সাঁতরে পার হতে গিয়ে পানিতে ডুবে যান। পাশেই পাট ধোয়ার কাজ করছিলো কয়েকজন কৃষক। তারা কিছুক্ষণ পর ওই বৃদ্ধকে ভেসে উঠতে না দেখে পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় তাকে না পেয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় লোকজন জড়ো হয়ে তাকে উদ্ধারের চেষ্টা করতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে ২ ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালালেও উদ্ধার করতে পারেনি। পরদিন মঙ্গলবার সকাল ৮টার দিকে স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা।

নাগেশ্বরী ফায়ার সার্ভিসের টিম লিডার ইমন মিয়া জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং নিখোঁজ ব্যক্তির সন্ধানে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালাই। তবে নিখোঁজ বৃদ্ধের সন্ধান পাওয়া যায়নি। পরদিন মঙ্গলবার সকালে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬