• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০২:০৭:৪২ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

শিক্ষা

দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু

১৭ আগস্ট ২০২৩ দুপুর ১২:১৪:০০

সংবাদ ছবি

দিনাজপুর প্রতিনিধি: আজ ১৭ আগস্ট থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষা। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে ১ লাখ ১০ হাজার ৮৯০ জন শিক্ষার্থী। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সকল পদক্ষেপ নিয়েছেন।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. তোফাজ্জুর রহমান  জানান, পরীক্ষা গ্রহণের সব রকম প্রস্তুতি নেওয়া রয়েছে। প্রতিটি জেলায় ভিজিল্যান্স টিম কাজ করছে।

গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ১৮ হাজার ৮২ জন। এবার কমেছে ৭ হাজার ১৯২ জন পরীক্ষার্থী।

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ৮টি জেলার ৬শ ৬৩টি কলেজের ২০৫টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ১০ হাজার ৮৯০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ছাত্র ৫৪ হাজার ৫১৯ জন ও ছাত্রী ৫৬ হাজার ৩৭১ জন। এসব পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৯৫ হাজার ৯৪১, অনিয়মিত ১৪ হাজার ৬৮৮ জন ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ২৫৫ জন।

২০২২ সালে দিনাজপুর শিক্ষা বোর্ড এইচএসসি পাসের হার ছিলো ৭৯.০৬ % এবং জিপিএ ৫ পেয়েছিল ১১ হাজার ৮৩০ জন শিক্ষার্থী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬