• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ সকাল ০৭:৪৪:০৮ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সরকার এখন জনগণের আস্থার প্রতীক: এমপি শাওন

১৭ আগস্ট ২০২৩ সকাল ১১:২৬:৪৫

সংবাদ ছবি

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে সরকার এখন জনগণের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ ডিজিটাল হয়েছে। এখন নতুন ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। তথ্য ও প্রযুক্তি জ্ঞানে দক্ষ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীর সেই স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে নতুন প্রজন্ম।

১৬ আগস্ট বুধবার দুপুরে তথ্য-প্রযুক্তির জ্ঞানে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে ভোলার লালমোহন উপজেলার হাজী মো. নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের হল রুমে ফ্রি আইসিটি প্রশিক্ষণ সেন্টারের আয়োজনে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইয়ুথ ভোলা-৩ এর সহযোগিতায় ১৫ শিক্ষার্থীকে বিনামূল্যে ল্যাপটপ প্রদান করা হয়।

এ সময় লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন এবং হাজী মো. নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জিহাদুর রহিম মুরাদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬