• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ সকাল ০৭:৪২:০৭ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

মহিলার ছুরিকাঘাতে গুরুতর আহত ইবির ব্যাংক কর্মকর্তা

১৫ আগস্ট ২০২৩ সকাল ০৯:১২:২৬

সংবাদ ছবি

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাম্পাসে অগ্রণী ব্যাংকের লোন শাখার ব্যাংক কর্মকর্তা মইনুল হোসেনকে গলায় ছুরিকাঘাত করেছে শামীমা নামের এক মহিলা। গুরুতর আহত ব্যাংক কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই মহিলাকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।

১৪ আগস্ট সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের বিপরীত পাশের গেটে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অগ্রণী ব্যাংক ইবি শাখার সেকেন্ড অফিসার এস.সি ওয়াশিম।

তিনি বলেন, মইনুল চা খেতে বাইরে গেলে অনেকক্ষণ ওই মহিলার সাথে কথা বলে। পরে ফিরে আসার সময় প্রশাসন ভবনের পাশে এলে শামীমা নামের ওই মহিলা তাকে পিছন থেকে গলায় ছুড়িকাঘাত করেন। এতে মারাত্মকভাবে আহত হয়েছেন মইনুল। তার অবস্থা বর্তমানে সংকটাপন্ন। প্রথমে ইবির চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেলে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, বিষয়টি শুনেছি। ব্যাংকের কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয়ের এম্বুলেন্সে কুষ্টিয়া পাঠানো হয়েছে। এছাড়া ওই নারীকে থানায় হস্তান্তর করা হয়েছে।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূর যায়েদ বিপ্লব বলেন, ওই নারীকে থানায় নিয়ে এসেছি।  

কী কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যতোটুকু জেনেছি তারা দুজনেই পূর্বপরিচিত। মহিলা দাবি করছেন, তারা বিয়ে করেছেন। তবে ওই ব্যাংক কর্মকর্তা বিষয়টি অস্বীকার করছেন। এ থেকেই ছুরিকাঘাতের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করলে বিস্তারিত জানা যাবে।

ইবি থানা সূত্রে জানা যায়, ছুরিকাঘাতকারী ওই নারীর নাম শামীমা। তার বাবার নাম আবু বকর। তিনি কুষ্টিয়ার ভেড়ামারার বাসিন্দা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬