• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ১০:৪৭:৩০ (11-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নাটোরে মাদক মামলায় ২ জনের ১০ বছর কারাদণ্ড

৮ আগস্ট ২০২৩ রাত ০৯:৫৫:১৩

সংবাদ ছবি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরে মাদক মামলায় রিপন আলী এবং সোহেল রানা নামের ২ মাদক ব্যাবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় তাদের দুজনকে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

৮ আগস্ট মঙ্গলবার দুপুরে সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন এ রায় ঘোষণা করেন। রায় প্রদানকালে দুই আসামী পলাতক ছিলেন। 

দণ্ডপ্রাপ্ত রিপন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার টিকরি গ্রামের খাইরুল আলমের ছেলে এবং সোহেল রানা একই উপজেলার বাসেনপুর গ্রামের আবু তালেবের ছেলে।

নাটোর জজকোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, ২০১৯ সালের ২৩ মার্চ রাতে বনপাড়া বাইপাস মোড়ে হাইওয়ে পুলিশের একটি দল ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এসময় বাসের যাত্রী রিপন ও সোহেলের কাছে থাকা ব্যাগ থেকে ১২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

কিন্তু আদালত থেকে জামিনে মুক্ত হয়ে ২ আসামী আত্মগোপনে চলে যান। যেদিন আসামিরা গ্রেফতার করা হবে সেদিন থেকেই তাদের সাজার মেয়াদ শুরু হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬