• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০২:০৫:২৯ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাজস্থলীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

৩ আগস্ট ২০২৩ বিকাল ০৪:৪৬:২৫

সংবাদ ছবি

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির রাজস্থলী উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৌজা হেডম্যান ও কারবারি, শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মী, সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন।

৩ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এর আগে, ১০টায় সড়ক পথে জেলা প্রশাসক রাজস্থলীতে আগমন করলে উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা, নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ  ও ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরে জেলা প্রশাসক ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিদর্শন শেষে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

এ সময় জেলা প্রশাসক সকলের সঙ্গে পরিচিত হন এবং রাজস্থলী উপজেলার মানুষের সুখ, দুঃখ ও সম্ভাবনার কথা শুনেন।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, উন্নয়নের পূর্বশর্ত হলো এলাকার শান্তি। যে এলাকায় শান্তি থাকবে, সে এলাকায় উন্নয়ন হবে।

শিক্ষার বিষয়ে বিপর্যয়ের কথা শুনে তিনি বলেন, শিক্ষার মান বৃদ্ধি করতে হবে।

জেলা প্রশাসক বলেন, রাজস্থলীবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। রাজস্থলীবাসী জানেন একজন মানুষকে কিভাবে সম্মান দেখাতে হয়। এই উপজেলায় অনেক সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা কাজে লাগিয়ে এগিয়ে যেতে যা যা প্রয়োজন একজন জেলা প্রশাসক হিসেবে আমি সবটুকুই করবো। 

উপজেলার বিভিন্ন উন্নয়ন সম্পর্কে এবং সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সংকট বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের নিকট সুপারিশ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬