• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ সকাল ০৭:৪৪:৫১ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিলেটে জুলাইয়ে ৩৮৩ ডেঙ্গুরোগী শনাক্ত

১ আগস্ট ২০২৩ বিকাল ০৫:৫২:০৩

সংবাদ ছবি

সিলেট প্রতিনিধি: সিলেটে শুধুমাত্র জুলাই মাসে ৩৮৩ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। প্রতিদিন গড়ে প্রায় ১৩ জন শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে আরও ২৫ জন রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে সিলেট জেলার ৭ জন, সুনামগঞ্জের ১ জন, হবিগঞ্জের ৮ জন, মৌলভীবাজারের ৩ ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ২৬ জন রয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতাল ও বাসা-বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ১১৮ জন ডেঙ্গুরোগী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে (১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত) সিলেটে ৪৪৬ ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলার ১১০ জন, সুনামগঞ্জ জেলার ২৭ জন, হবিগঞ্জ জেলার ১৬১ জন, মৌলভীবাজার জেলার ২৩ জন। এরমধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২৫ জন।

সোমবার পর্যন্ত সিলেট বিভাগের ৪৪৬ জন ডেঙ্গুরোগীর মধ্যে ৩২৮ জন ইতোমধ্যে পুরোপুরি সুস্থ হয়েছেন। বর্তমানে ১১৮ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে সিলেটে ২০ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ৬৪ জন, মৌলভীবাজারে ৩ জন ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধিন রয়েছেন।

এদিকে ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে সিলেট সিটি কর্পোরেশন। এরই মধ্যে এডিস মশা নির্মূলে প্রতিদিনই নগরজুড়ে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এডিস মশার লার্ভা পাওয়া স্থানের মালিককে করা হচ্ছে জরিমানা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬