• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০২:০৭:৪১ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

দেবীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

২২ জুলাই ২০২৩ বিকাল ০৩:১৩:৫৯

সংবাদ ছবি

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ২১ জুলাই শুক্রবার বেলা ১১টায় দেবীগঞ্জ সরকারি ওলোদিনি বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও এলজিইডির আয়োজনে এবং উপজেলা পরিষদের অর্থায়নে এ বাইসাইকেল বিতরণ করা হয়।

বাইসাইকেল বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। তিনি বিদ্যালয়ের দূরবর্তী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে তাদের হাতে বাইসাইকেল তুলে দেন।

এসময় মন্ত্রী শতভাগ বিদ্যুতের পাশাপাশি শিক্ষার হার শতভাগে উন্নীত করতে হবে জানিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলকে আগামী জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার অনুরোধ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম ফেরদৌস। এসময় আরও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  হাসনাত জামান চৌধুরী জর্জ, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সলিমুল্লাহ, উপজেলা প্রকৌশলী শাহরিয়ার শাকিল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেস, দেবীগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি  নির্মল কুমার শর্মা। উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম এমু, দেবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিনুর ইসলাম শাহীনসহ উপজেলা সকল কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬