• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ সকাল ০৭:৪১:১৮ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শ্রীপুরে ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

১৯ জুলাই ২০২৩ বিকাল ০৪:২৬:৫৩

সংবাদ ছবি

মাহমুদুল হাসান, গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের কাইচাবাড়ি এলাকায় ৪র্থ শ্রেণির শিক্ষার্থীকে মজা খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টা মামলার অভিযুক্ত প্রধান আসামি আলম মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাব-১ (গাজীপুর)।

১৯ জুলাই বুধবার দুপুরের দিকে পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ এস এম মাইদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে মামলার পলাতক প্রধান আসামি আলম মিয়াকে গাজীপুর মহানগরের সদর থানার রাজবাড়ী মাঠের জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে গ্রেফতার করা হয়।  ।

বিষয়টি নিশ্চিত করে পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ এস এম মাইদুল ইসলাম জানান, গত ১২ জুলাই দুপুর সাড়ে তিনটার দিকে শ্রীপুর থানাধীন কাইচাবাড়ি মোড়স্থ আলমের মুদির দোকানের ভিতরে ভিকটিমকে মজা খাওয়ানো লোভ দেখে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। এসময় ভিকটিম ডাক-চিৎকার শুরু করলে আশপাশ থেকে লোকজন এগিয়ে আসলে আসামি আলম দৌড়ে পালায়। বিষয়টি প্রথমে স্থানীয় মেম্বার তাজউদ্দীনকে জানালে তিনি গোসিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সাহেবের শরণাপন্ন হন এবং বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়দের সহায়তায় ভিকটিমসহ আসামিকে ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়। একপর্যায়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্ঠা করা হয়।

পরে ভিকটিমের পরিবার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে সুবিচার না পেয়ে অভিযুক্ত আলমের বিরুদ্ধে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরবর্তীতে ভিকটিমের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে একটি ধর্ষণচেষ্টা মামলা দায়ের করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬