• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ সকাল ০৭:৪৪:৫৫ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

উখিয়ায় র‌্যাবের অভিযানে অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

১৭ জুলাই ২০২৩ দুপুর ১২:৫৪:২১

সংবাদ ছবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া পালংখালীতে অভিযান চালিয়ে মো. ওসমান (৩১) নামের এক অস্ত্র ব্যবসায়িকে আটক করেছে র‌্যাব-১৫। এ সময় উদ্ধার করা হয়েছে ১টি ওয়ান শুটারগান, ২টি বিদেশী পিস্তল, ১৩ রাউন্ড তাজা কার্তুজ, ৭ রাউন্ড খালি কার্তুজ ও ৪ হাজার ৪০০ পিস ইয়াবা।

১৬ জুলাই রোববার উখিয়ার পালংখালী ইউপির নলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. ওসমান পালংখালী ইউপির ৮নং ওয়ার্ডের সুলতান আহাম্মেদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রোববার ভোরে উখিয়ার পালংখালী ইউপির নলবুনিয়া এলাকায় কতিপয় ব্যক্তি অস্ত্র, গোলাবারুদ ও মাদক ক্রয়-বিক্রয় এবং সরবরাহের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫-এর একটি চৌকস টিম ওই স্থানে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষে বিশেষ অভিযান পরিচালনা করে। পরে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে ওসমানকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি তার বসত ঘরে কাঠের আলমারীর উপরে ১টি প্লাস্টিকের বস্তায় অবৈধ অস্ত্র-গোলাবারুদ ও মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট রক্ষিত আছে বলে জানায়।

র‍্যাব কর্মকর্তা জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে উখিয়া থানায় হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬