• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০২:৪৭:৩৯ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

চৌদ্দগ্রামে গৃহবধূকে পিটিয়ে হত্যা

৪ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:০৮:০৭

সংবাদ ছবি

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামী ও তার ভাগিনার মারধরে তাছলিমা বেগম (৩২) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। ৩ জুলাই সোমবার বিকেল থেকে রাত অবদি কয়েক দফায় মারধরের ঘটনা ঘটে। মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

নিহত তাছলিমা উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের লনিশ্বর দক্ষিণপাড়ার আমান উল্লার স্ত্রী এবং পাশ্ববর্তী শুভপুর ইউনিয়নের শুভপুর গ্রামের তনু মিয়ার মেয়ে। তার দুই কন্যা এবং এক ছেলে রয়েছে।

অভিযুক্ত স্বামী আমান উল্লাহ লনিশ্বরের বদিউল আলমের ছেলে ও ভাগিনা নাছির পাশ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের শ্যামপুর গ্রামের ভুট্টুর ছেলে।

নিহতের মা মিলন বেগম এবং শিশুকন্যা জানান, সোমবার বিকেল থেকে স্বামী আমান বেশ কয়েকবার তার স্ত্রী তাছলিমাকে মারধর করে। ওইদিন রাতে আমানের ভাগিনা নাছির গরুর মাংশ রান্না করাকে কেন্দ্র করে ইট দিয়ে তাছলিমার মাথায় আঘাত করে। ইটের আঘাতে অনেক রক্তপাত হয়। মঙ্গলবার ভোরে গুরুতর আহত অবস্থায় স্বামীর বাড়ী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের লনিশ্বর গ্রাম থেকে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা বলেন, পারিবারিক কলহের জেরে নিহতের স্বামী এবং ভাগিনার আঘাতে গৃহবধু তাছলিমার মৃত্যু হয়েছে। নিহতের পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। 
তিনি জানান, আসামীদের দ্রুত গ্রেফতারে অভিযান চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬