• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০২:৪৭:২৪ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নলডাঙ্গা অপহরণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

১৯ জুন ২০২৩ বিকাল ০৪:৪০:৫৮

সংবাদ ছবি

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা থানার একটি অপহরণ মামলায় দুলাল মিয়া নামের একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছে শিশু ও নারী নির্যাতন দমন আদালতের বিচারক এবং জেলা ও দায়রা জজ মো. আব্দুর রহিম। ১৯ জুন সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে এই রায় ঘোষণা করেন তিনি।

দুলাল মিয়া নলডাঙ্গা উপজেলার তেঘর গ্রামের জনৈক আবুল হোসেনের ছেলে।

মামলার বিবরণে বলা হয়, ২০০৩ সালের ৩০ আগস্ট সাজাপ্রাপ্ত দুলাল মিয়া উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের ১৩ বছর বয়সী এক নাবালিকাকে বিয়ের প্রলোভনে অপহরণ করে ঢাকায় নিয়ে আসে। সেখানে মিরপুরের একটি বাসায় রেখে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ভিক্টিম কান্নাকাটি করলে দুলাল মিয়া কয়েক দিন পর তাকে ফেলে রেখে নলডাঙ্গায় চলে আসে। এ ঘটনার পর ভুক্তভোগী ঐ কিশোরী কোনমতে বাড়ি ফিরে আসে।

এ ঘটনায় কিশোরী মা একই বছড় ১২ অক্টোবর বাদী হয়ে শিশু নির্যাতন দমন আদালতে একটি অপহরণ মামলা দায়ের করে। প্রায় বিশ বছর পর ১৯ জুন সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে আসামির উপস্থিতিতে মামলার বিচারক এ রায় ঘোষণা করে। সেই সঙ্গে বিচারক আসামীর কাছ থেকে প্রাপ্ত জরিমানার ৩০ হাজার টাকা ভিকটিমকে দেয়ার নির্দেশ প্রদান করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬