• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ ভোর ০৪:৩৪:৪৫ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

আমতলীতে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

৯ জুন ২০২৩ সন্ধ্যা ০৭:০২:২৮

সংবাদ ছবি

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে আঞ্চলিক মহাসড়কে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। ৯ জুন শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে পটুয়াখালী-আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের চুনাখালি বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯ টার দিকে কুয়াকাটা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিজয় পরিবহন (ঢাকা মেট্রো- ব ৯৫-৯৩৩১) এবং বরিশাল  থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসা আনোয়ার পরিবহন (ঢাকা মেট্রো- ব ১৫-৯৬১৪) নামের বাস দু’টি পটুয়াখালী- আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের চুনাখালি ব্রিজ সংলগ্ন পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’টি পরিবহন বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।

আহতদের আমতলী উপজেলাা স্বাস্থ্য কমপ্লেক্স, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, যাত্রীবাহি বাস দু’টি পুলিশ হেফাজতে আছে। আহতদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬