• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০২:১২:৩২ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

জাতীয় পার্টির নির্বাচনে অংশ নেওয়া মানেই গৃহযুদ্ধের প্রস্তুতি: সারোয়ার তুষার

৭ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:৫৩:৩৩

সংবাদ ছবি

পঞ্চগড় প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, জাতীয় পার্টিকে ধরে যারা নির্বাচনের পরিকল্পনা করছে, তারা আসলে সুষ্ঠু নির্বাচন নয়, বরং বাংলাদেশে গৃহযুদ্ধ তৈরি করতে চায়। তিনি অভিযোগ করে বলেন, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণের তীব্র ক্ষোভ রয়েছে, তাই এই দুই দলকে নিয়ে নির্বাচনের আয়োজন মানে হবে নতুন করে অস্থিরতা সৃষ্টি করা।

৬ সেপ্টেম্বর শনিবার বিকেলে পঞ্চগড় জেলা শহরের কুলি শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে শ্রমিকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তুষার বলেন, জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী আওয়ামী লীগের সহযোগিতায় নির্বাচনে অংশ নিয়েছেন। তাই তার গণতন্ত্র বা অধিকার পরিষদের ব্যাপারে কথা বলার কোনো নৈতিক অধিকার নেই। বিএনপিকেও তিনি সতর্ক করে বলেন, জাতীয় পার্টিকে রক্ষার কোনো দায় বিএনপির নেই। বরং প্রমাণ করতে হবে তারা সত্যিই গণতন্ত্রের পক্ষে আছে কিনা।

তিনি আরও অভিযোগ করেন, গত ১৫ বছরে আওয়ামী লীগের সব অন্যায়-অবিচারের বৈধতা দিয়েছে জাতীয় পার্টি। তাদের নেতারা দুর্নীতি ও অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন। এ কারণে সরকারের উচিত এসব সম্পদ ক্রোক করে বিচারিক প্রক্রিয়ায় আনা।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ফেব্রুয়ারির সুষ্ঠু নির্বাচনের কথা বলা হলেও দেশে এখন কোনো নির্বাচনী পরিবেশ নেই। বরং পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। ঢাকা শহরে ছাত্রলীগ-যুবলীগ প্রকাশ্যে মহড়া দিচ্ছে দাবি করে তিনি প্রশ্ন তোলেন, “সরকার ও গোয়েন্দা সংস্থাগুলো আসলে কী করছে?”

এসময় তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সুষ্ঠু নির্বাচন করতে চাইলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে, জাতীয় পার্টির বিষয়ে স্পষ্ট অবস্থান নিতে হবে এবং নুরুল হক নুরকে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। অন্যথায় অস্থিতিশীলতা বাড়বে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬