• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০৩:৫৭:১১ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

চাকরি

রাঙামাটিতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি পেলো ৮ জন

১ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:০৯:৫৩

সংবাদ ছবি

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৮ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। পাশাপাশি অপেক্ষমান তালিকায় রয়েছেন আরও ২ জন।

৩১ আগস্ট রোববার রাঙামাটির পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি ড. এস এম ফরহাদ হোসেনের তত্ত্বাবধানে টিআরসি পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়।  

রোববার বিকেলে রাঙামাটিস্থ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনানুষ্ঠানিক এক বিফ্রিংয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, এবারে রাঙামাটিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ৫৩৪ জন চাকরি প্রার্থী আবেদন করেন। তার মধ্য থেকে শারীরিক ফিটনেস পরীক্ষায় ১৩৪ জন, পরবর্তীতে লিখিত পরীক্ষায় ১৪ জন পাশ করে। পরে তাদের মধ্যে চূড়ান্তভাবে ৮ জনকে এবং আরও ২ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।

তিনি জানান, ক্রমিকভাবে শারীরিক, লিখিত, মৌখিক এবং মনস্তাত্ত্বিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ৮ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান রাঙামাটির পুলিশ সুপার। তিনি বলেন, অত্যন্ত প্রতিযোগিতামূলক, তদবিরবিহীন, প্রভাবমুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে কেবল মেধা ও যোগ্যতার ভিত্তিতেই এই নিয়োগ সম্পন্ন হয়েছে। যারা নির্বাচিত হয়েছেন তারা সততা, দেশপ্রেম এবং কর্মনিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমর্যাদা উজ্জ্বল করবেন বলে আমার বিশ্বাস।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬