• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ সকাল ০৭:৩০:১২ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কয়লার টাকা নাই অথচ ৭ লক্ষ কোটি টাকার বাজেট দেয়: গয়েশ্বর

৭ জুন ২০২৩ বিকাল ০৩:৫৪:৩৬

সংবাদ ছবি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, অর্থের কারণে বিদ্যুৎ প্লান্ট বন্ধ হয়ে গেছে। কয়লা কেনার টাকা নাই অথচ ৭ লক্ষ কোটি টাকার বাজেট দেয় সরকার। এটাই হলো আওয়ামী লীগ সরকারের উন্নয়ন।

৭ জুন বুধবার দুপুরে দক্ষিণে কেরানীগঞ্জের আগানগর আলম মার্কেট এলাকায় ইউনিয়ন বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, পায়রা, রামপালসহ ছোটখাটো অনেক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী ৩০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। জনগণ তো বিদ্যুতের বিল বাকি রাখে নাই,তাহলে তাদের টাকা কোথায় গেল?

তিনি আরও বলেন, স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণের পর আমার সাথের অনেকেই শহীদ হয়েছেন, আমি ভাগ্যক্রমে বেঁচে গেছি। এখন ৫০ বছর বোনাস পেয়েছি। এই বাকি জীবনে জনগণের রাষ্ট্র তাদের হাতে তুলে দিয়ে মৃত্যু বরণ করলে বুঝবো আমার পৃথিবীতে আসা সার্থক। মৃত্যুকে ভয় পেয়ে লাভ নেই।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেন, যেই মাটিতে রক্ত ঝরে, সেই মাটি আরও প্রতিবাদী হয়ে ওঠে। কেরানীগঞ্জের মাটি থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে। আমি শেখ হাসিনাকে বলে দিতে চাই, আপনার অবৈধ-দুঃশাসনে আমার রক্ত ঝরেছে, এরফলে আরও শক্তিশালী হয়ে রাজপথে নেমেছি।

আগানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদ খানের সার্বিক তত্ত্বাবধানে খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু,সাংগঠনিক সম্পাদক ইশা খাঁ, প্রবীণ বিএনপি নেতা মোশারফ মেম্বার প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬