• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০১:৫৭:২৪ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

জয়পুরহাটে কলাবাগান থেকে এক ব্যক্তির পোড়া মরদেহ উদ্ধার

৬ আগস্ট ২০২৫ সকাল ১০:২১:০১

সংবাদ ছবি

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তির পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৫ আগস্ট মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার তিলকপুর ইউনিয়নের কাদোয়া বটতলী এলাকার একটি কলাবাগানে দগ্ধ মরদেহটি পাওয়া যায়।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। এই ব্যক্তিকে অন্য কোথাও হত্যার পর এখানে মরদেহ এনে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

রাত সাড়ে ১০টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কলাবাগানে পোড়া মরদেহ পড়ে আছে। দুই পাশে পাতা ও লাকড়ির আগুন জ্বলছে।

কলাবাগানের জমিটি আহসান হাবিব নামের এক ব্যক্তির। তিনি নওগাঁয় বসবাস করেন। বিকাশ দেবনাথ নামের এক ব্যক্তি জায়গাটি ভাড়া নিয়ে কলাবাগান করেছেন। তিনি কলাবাগানের পাশে পুকুরে মাছ চাষ করেন।

বিকাশ দেবনাথ বলেন, তিনি রাত আটটার পর পুকুরে মাছের খাবার দিতে এসে দেখেন কলাবাগানের ভেতরে আগুন জ্বলছে। তখন কাছে গিয়ে দেখেন একটি বস্তার ভেতরে একজন মানুষ পুড়ছে। এটি দেখে দ্রুত গ্রামের লোকজনকে তিনি খবর দেন। লোকজন এসে আগুন নিভিয়ে ফেলেন।

আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম বলেন, আগুনে ওই ব্যক্তির মাথা ও শরীরের কিছু অংশ পুড়ে গেছে। অন্য কোথাও হত্যার পর মরদেহ বস্তায় ভরে এখানে এনে আগুন দিয়ে পোড়ানো হয়েছে বলে তারা ধারণা করছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬