• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০১:০৬:১২ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে গ্রেফতার করেছে র‌্যাব

৪ আগস্ট ২০২৫ সকাল ১০:৪৯:৩১

সংবাদ ছবি

রাজশাহী ব্যুরো: নেত্রকোনার ধর্ষক রাজশাহীর পুঠিয়া উপজেলা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। ধর্ষক ১২ বছরের শিশুকে অপহরণ করে এবং পরে তাকে ধর্ষণ করে। অভিযুক্ত ফয়সাল মিয়া (৩০) পুঠিয়া উপজেলার ভালুকগাছি খামারপাড়া এলাকার মোখশেদের ছেলে।

৪ আগস্ট সোমবার সকালে র‌্যাবের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, অভিযুক্ত গত ৫জুন সকাল ১০টার সময় ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের আত্মীয় অভিযুক্ত ফয়সালের বাড়িতে গেলে তাদের হুমকি দেওয়া হয়। ভিকটিমের পিতা বাদী হয়ে নেত্রকোনার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পিটিশন মামলা করেন। ওই মামলার সূত্রমতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব অনুসন্ধানী অভিযান পরিচালনা করতে থাকে।

এর ধারাবাহিকতায় ৩ আগস্ট রোববার দিবাগত রাত আনুমানিক ৪টার সময় অভিযুক্তকে তার নিজ এলাকা থকে গ্রেফতার করা হয়। ওই সময় ভিকটিমকেও উদ্ধার করে র‌্যাব। পরে গ্রেফতার আসামী ও ভিকটিমকে নেত্রোকোণা জেলার পূর্বধলা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬