• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ সকাল ০৭:৪১:৩৯ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

এশিয়ান টেলিভিশনে সংবাদ প্রকাশের পর পারুলকে ঘর দেয়ার আশ্বাস ইউএন’র

২ জুন ২০২৩ সকাল ১১:৪৮:৪৫

সংবাদ ছবি

মো. ফারুক হোসেন, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: এশিয়ান টেলিভিশনে সংবাদ প্রকাশের পর আর্থিক সহায়তা পেলেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের মাস্টার পাড়া এলাকার অসহায় পারুল বেগম।

১ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের ২ বান্ডিল ঢেউ টিন, ৬ হাজার টাকার একটি চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।

পারুল বেগমকে নিয়ে সম্প্রতি এশিয়ান টেলিভিশনে ‘পারুল বেগম ঘর না থাকায় পাহাড় ঘেসা এক ভাঙ্গা ঘরে বসবাস করছেন’শিরোনামে প্রতিবেদন প্রচারিত হয়। সেটি প্রশাসনের নজরে আসলে জেলা প্রশাসক মো.সহিদুজ্জামানের নির্দেশনা অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী ২ বান্ডিল টেউটিন ও ছয় হাজার টাকার চেক তুলে দেন পারুল বেগমের মেয়ে ময়না আক্তারের হাতে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহমেদ। সহায়তা পেয়ে আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন পারুল বেগম ও তার মেয়ে ময়না আক্তার।

অশ্রুসিক্ত হয়ে পারুল বেগমের মেয়ে ময়না আক্তার বলেন, ইউএনও স্যার সরকারি ঘর দেওয়ার আশ্বাস দিয়েছেন। ঘর পাওয়ার খবর শুনে আমাদের পরাণটা জুড়িয়ে গেল। আল্লাহ ডিসি স্যার, ইউএনও স্যার, পিআইও স্যার ও সাংবাদিক মো. ফারুক হোসেন ভাইকে সবসময় মঙ্গল করুক।

এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী বলেন, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান স্যারের নির্দেশনা অনুযায়ী অসহায় পারুল বেগমের হাতে ৬ হাজার টাকা ও ২বান ডেউ টিন প্রদান করা হয়েছে। সরকারি ঘর বরাদ্ধ আসলে পারুল বেগমকে একটি ঘর দেয়া হবে বলে জানান তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬