মানিকগঞ্জ প্রতিনিধি: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৩ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা নির্বাচন অফিসের সামনে কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। একই সাথে দাবি আদায়ের উদ্দেশ্যে দুই ঘণ্টার কর্মবিরতিও পালন করে তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, এনআইডি সেবা নির্বাচন কমিশন থেকে সরিয়ে নেওয়ার যে পরিকল্পনা চলছে, তা থেকে সরে আসার কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। এনআইডি নিয়ে ব্যবসা করতে দেয়া হবে না। এনআইডি ধ্বংস হোক, আমরা তা চাই না। সাংবিধানিক অধিকার যেন খর্ব না হয়। ইসিতে দক্ষ জনবল তৈরি হয়েছে। আমরা বিগত ১৮ বছর এই সেবা দিয়ে আসছি। এনআইডি সেবা আমরাই দিব। এর জন্ম দিয়েছি আমরা এবং লালনপালন আমরাই করব। আমাদের কাছেই তা নিরাপদ।
বক্তারা আরও বলেন, নির্বাচন কমিশনে 'এনআইডি ডাটাবেইজ' নামে কিছু নেই। আছে ভোটার ডাটাবেইজ এবং বাইপ্রোডাক্ট হিসেবে এনআইডি দেয়া হয়। ভোটার তালিকা থেকে এনআইডি ডাটাবেইজ আলাদা করার কোনো সুযোগ নেই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available