• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০২:০৬:৫৮ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নওগাঁয় সাংবাদিকদের অসন্মানিত করার প্রতিবাদে মানববন্ধন

১৩ মে ২০২৩ সকাল ০৯:০০:৪৭

সংবাদ ছবি

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পতিসরে রবীন্দ্রজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের অসন্মানিত করার প্রতিবাদস্বরূপ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

১২ মে শুক্রবার সকাল সাড়ে ১১টায় মুক্তিরমোড় কেন্দ্রী শহীদ মিনারের সামনে প্রধান সড়কে ঘন্টাব্যপী এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেন বাসদের প্রকাশনা ভ্যানগার্ড পাঠক ফোরাম।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ভ্যানগার্ড পাঠক ফোরামের সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রতন সাহা রঘু। এ সময় বাসদের জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, সাধারণ সম্পাদক শফিক ছোটন, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন, বাসদের নেতা কালিপদ সরকারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় জেলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৮ মে নওগাঁর  পতিসরব রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে সাংবাদিকদের অসন্মানিত করা হয়ে। জাতীয় এই প্রোগ্রামে সকলের নিদিষ্ট বসার জন্য চেয়ার থাকলেও সাংবাদিকদের বসার জন্য কোন আসন ছিলনা। নিরুপায় হয়ে মঞ্চের সামনে কার্পেটের উপরে বসেই নিউজ কাভারেজ করেন সংবাদকর্মীরা। কিন্তু এ বিষয়ে আয়োজক কমিটি জেলা প্রশাসনকে জানানো হলে তারা বিষয়টি কৌশলে এড়িয়ে যায়। মানববন্ধনে সাংবাদিকদের সাথে এমন অসম্মানিত কাজ করার তীব্র প্রতিবাদ জানানো হয়। একইসঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬