• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ সকাল ০৮:২৮:৪৭ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

দোহারে সড়ক বন্ধ করায় গ্রামবাসীর মানববন্ধন

১ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১:৩০:৩৮

সংবাদ ছবি

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারের কুসুমহাটি ইউনিয়নের সুন্দরীপাড়া এলাকায় পুরোনো রাস্তা আটকে দেয়াল নির্মাণ করায় মানববন্ধন করেছে এলাকাবাসী।

৩১ জানুয়ারি শুক্রবার বিকেলে প্রধান সড়কে দাঁড়িয়ে মানববন্ধনে অংশগ্রহণ করে দ্রুত দেয়াল ভেঙে দিয়ে চলাচলের ব্যবস্থার দাবি জানায়েছে এলাকাবাসী।

মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করে বলেন, তাঁদের বাপ-দাদার আমলের রাস্তা বন্ধ করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন স্থানীয় শাহাবুদ্দিন চিশতি ওরফে হিরু। সুন্দরীপাড়া ও শিলাকোঠার প্রায় শতাধিক পরিবার নিয়মিতি এ রাস্তা ব্যবহার করে হাট-বাজার স্কুল-কলেজে যাতায়াত করেন৷

মানববন্ধনকারীরা অভিযোগ করে আরও বলেন, কেউ অসুস্থ হয়ে পড়লে কোনো রিকশা ও গাড়ি দিয়ে চলাচল করতে পারবো না। এমন অমানবিক কাজের নিন্দা জানাই। বিষয়টিতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি৷

এ বিষয়ে জমির মালিক শাহাবুদ্দিন চিশতি হিরু বলেন, রাস্তার একটি অংশ রেখেই দেয়াল করা হয়েছে। আমি অর্ধেক রাস্তা দিয়েছি পাশের জমি থেকে বাকিটা নিলেই কোনো সমস্যা থাকবে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫