• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০১:৫৭:৩২ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

জামালপুরে হাসপাতাল ও বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় ৫ জন গ্রেফতার

২৪ ডিসেম্বর ২০২৪ সকাল ১০:২৭:৫২

সংবাদ ছবি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরে বেসরকারি এম এ রশিদ হাসপাতাল ও বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ফাঁকা গুলিবর্ষণের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

২৩ ডিসেম্বর সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সুপার জানান, গত ২৮ নভেম্বর বৃহস্পতিবার মধ্যরাতে শহরের সরদারপাড়া এলাকায় বেসরকারি এম এ রশিদ হাসপাতালের সামনে রাস্তা পারাপার নিয়ে ওই হাসপাতালের কর্মকর্তা সিব্বির ও শাহীনের সাথে শহরের স্টেশন রোড এলাকার এম শুভ পাঠানের সাথে তর্কবিতর্ক হয়। এর জেরে এক পর্যায়ে ওই রাতেই এম শুভ পাঠান ও তার সহযোগীরা এম এ রশিদ হাসপাতালে আগ্নেয়াস্ত্রসহ প্রবেশ করে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও চারজন কর্মকর্তা-কর্মচারীকে মারধর করে।

এরপর স্টেশন রোডে জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালায় ও ফাঁক গুলি করে। এছাড়াও শহরের চালাপাড়া এলাকায় শাহীনের বাড়িতে ভাঙচুর করে।

এই ঘটনায় সিব্বির ও শাহীন জামালপুর সদর থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেন। পরবর্তীতে গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলা গোয়েন্দা পুলিশ ২২ ডিসেম্বর রোববার গভীর রাতে রাজধানী ঢাকার গুলশানের একটি আবাসিক হোটেল থেকে স্টেশন রোড এলাকার মৃত ওবায়দুল হাসান টিপুর ছেলে এম শুভ পাঠান (৩৪), বসাকপাড়া এলাকার আবুল হাসেমের ছেলে মো. রিপন হোসেন হৃদয় (২৫), চালাপাড়া এলাকার মো. মোফাজ্জল হোসেনের ছেলে মাসুম মিয়া (৩৩) ও মো. রাজু (২৫) এবং সন্দেহভাজন ছনকান্দা এলাকার মো. নাসিরের ছেলে ঝুটন মিয়া (৩৩)কে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ঘটনার দিন তারা খেলনা পিস্তল প্রদর্শন করেছে, তবে এটি আমাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। অস্ত্রের সন্ধানে তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬