• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০১:৫৭:৪২ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সাবেক এমপি সুজনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

২৮ নভেম্বর ২০২৪ দুপুর ০২:১৩:৩৬

সংবাদ ছবি

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনের রিমান্ড নামঞ্জুর করে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

২৭ নভেম্বর বুধবার ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতের কোর্ট ইন্সপেক্টর আব্দুল ওয়াহেদ বলেন, বালিয়াডাঙ্গী থানার মারপিট ও চাঁদাবাজির মামলায় পুলিশ সুজনের তিন দিনের রিমান্ড আবেদন করে। আসামী পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ড নামঞ্জুর করে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

সাবেক এমপি সুজনের আইনজীবী ফজলে রাব্বি বলেন, এ মামলায় আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাই নতুন করে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই বলে আদালত রিমান্ড বাতিল করে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা দিবাকর রায় অধিকারী বলেন, হত্যা চেষ্টা, মারপিট ও চাঁদাবাজির অভিযোগ এনে সাবেক এমপি সুজনসহ ২৯ জন এজাহার নামীয় ও ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামী করে মামলাটি দায়ের করেন আশরাফুল ইসলাম চৌধুরী নামে এক ব্যক্তি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬