• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০১:৫৬:৩০ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

রাজনীতি

বিগত সরকার শুধু অবৈধ সরকার নয়, মাদকেরও সরকার ছিল: এ্যানি

২৪ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৪:৫২

সংবাদ ছবি

লক্ষ্মীপুর প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা শুধু অবৈধ সরকারই নয়, মাদকেরও সরকার ছিল। মাদক দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত ও আওয়ামী লীগ এজেন্সি নিয়ে এদেশকে ধ্বংস করতে চেয়েছে। ক্রীড়াঙ্গনকে জমজমাট করলে মাদক কাউকে স্পর্শ করতে পারবে না। ২৪ নভেম্বর রোববার বিকেলে লক্ষ্মীপুর আউটার স্টেডিয়ামে তাঁত, বস্ত্র, দেশীয় শিল্প ও পণ্য মেলা উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী পালিয়ে গেছে। কিন্তু তার দোসররা এখনো রয়ে গেছে। আইন কেউ হাতে না নিয়ে আইনের মাধ্যমে এসব দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আগামীতে মেধার ভিত্তিতে চাকুরি হবে, তদবিরে নয়। এ দেশের গণতন্ত্রের ভীত শক্তিশালী করতে হবে। এতে করে দেশ এগিয়ে যাবে। এ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হতে হবে। এটি আমাদের স্বপ্ন নতুন বাংলাদেশ গড়ার।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে অনুষ্ঠানে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, জেলা শিল্পকলা একাডেমী, জেলা স্টেডিয়াম ও ফুটবলের ব্যাপক উন্নয়ন করতে হবে।

লক্ষ্মীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে মেলায় বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুরের সাবেক পৌর মেয়র সাহাবুদ্দিন সাবু।

পরে মিষ্টি মুখ করে মেলার উদ্বোধন করেন অতিথিরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬