• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ ভোর ০৪:৫৯:৫৮ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাজীপুরে বিদেশি মদসহ মাদক কারবারি আটক

১ নভেম্বর ২০২৪ দুপুর ০১:২০:১২

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুর জেলার সদর উপজেলায় জয়দেবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ বোতল বিদেশি মদ ও ৭ বোতল বিদেশি ব্ল্যাক লেবেল মদ উদ্ধার করেছে। এ ঘটনায় আদম আলী (৫৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

৩০ অক্টোবর বুধবার রাত ১০টার দিকে সদর উপজেলার দরগারচালা পাঁচ পীর মাজার এলাকায় আশরাফুলের বাড়িতে এ অভিযান চালায় জয়দেবপুর থানা পুলিশ।

আটক আদম আলী টাঙ্গাইল সদর থানার চারাবাড়ি গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে। তিনি আশরাফুলের বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ সূত্রে জানা যায়, জয়দেবপুর থানাধীন দরগারচালা এলাকায় দীর্ঘদিন ধরে আদম আলীসহ বেশ কয়েকজন মাদক ব্যবসা চালিয়ে আসছে। বুধবার রাতে মাদক ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে পুলিশ আদম আলীর বসত ঘরে অভিযান চালায়। সেখান থেকে ৮ বোতল বিদেশি ভদকা ও ৭ বোতল বিদেশি ব্ল্যাক লেবেল মদসহ আদম আলীকে আটক করে পুলিশ।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ৩১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬