• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০১:১০:৫৯ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

আশুলিয়ায় গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১ এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৬:১০:৩৮

সংবাদ ছবি

জাহিদুল ইসলাম অনিক, সাভার সংবাদদাতা: ঢাকা জেলা ডিবি উত্তরের এক অভিযানে দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ১১ এপ্রিল মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিবি উত্তরের ওসি মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

গ্রেফতার ওই মাদক ব্যবসায়ীর নাম মোঃ আরিফ হোসেন (২২)। সে আশুলিয়া থানাধীন আউকপাড়া পুকুরপাড় এলাকার আনারকলি মহল্লার মোঃ আনছার আলীর পুত্র বলে জানা গেছে।

এ বিষয়ে ওসি মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এশিয়ান টিভি অনলাইনকে জানান, ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে ডিবি উত্তর কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্শিরা হাবিব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে আমার নেতৃত্বে এস আই মোঃ আনোয়ার হোসেনের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। এসময় সাভার মডেল থানাধীন মধ্য কলমা এলাকা থেকে মোঃ আরিফ হোসেনকে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ে করা হয়েছে উল্লেখ করে মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে বলেও জানান ওসি রিয়াজ উদ্দিন আহমেদ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬