• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ১১:৩৪:০৯ (11-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নেত্রকোণা সীমান্তে মানবপাচারকারী চক্রের সদস্যসহ আটক ৫

১৩ অক্টোবর ২০২৪ বিকাল ০৫:৩২:৫৮

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার, নেত্রকোণা: নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ভারতীয় মানব পাচারকারী চক্রের সদস্যসহ পাঁচজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। তার মধ্যে দুইজন বাবা-মেয়ে ও বাকি দুইজন বাংলাদেশি মানবপাচারকারীর চক্রের সদস্য। এ ঘটনায় দুর্গাপুর থানায় মামলা হয়েছে। ১২ অক্টোবর শনিবার পুলিশ তাদেরকে আদালতে পাঠিয়েছে।

শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবির পিবিজিএম অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান। এর আগে সকালে দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এইসময় তাদের কাছ থেকে ৩৮ হাজার ২৯০ ভারতীয় রুপি ও ৫ হাজার ৪৬৯ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, ভারতের পশ্চিমবঙ্গের বিনয় কৃষ্ণ দেবনাথ (৫৬), দুর্গাপুর উপজেলার বাড়ইপাড়া গ্রামের শ্রী জীবন দেবনাথ (২২), পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর গ্রামের অজিত দেবনাথ (৪০), পাচারের উদ্দেশ্যে আনা একই গ্রামের প্রিয়াংকা দেবনাথ (১৮) ও তার বাবা পরিমল দেবনাথ (৪০)।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১১টায় উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর বিওপির সীমান্ত পিলার ১১৫৪/৪-এস এর ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজয়পুর মনতলা নামক স্থানে বিজিবির টহল দল সীমান্তের অভ্যন্তরে একজন ভারতীয় মানবপাচারকারী চক্রের সদস্য ও বাংলাদেশি চারজনকে আটক করে। এইসময় তাদের কাছ থেকে নগদ ভারতীয় রুপি ও বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়। ওইদিন বিকেলে আটককৃতদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় বিজিবি’র নায়েক সাইফুর রহমান বাদী হয়ে শুক্রবার দুর্গাপুর থানায় মামলা করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুর রহমান বলেন, এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬