• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০১:২৮:৫৫ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

দাউদকান্দিতে যুবককে কুপিয়ে হত্যা

৭ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:০০:০৯

সংবাদ ছবি

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে মহিউদ্দিন (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ৭ সেপ্টেম্বর শনিবার দুপুরে উপজেলার গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া গ্রামের মসজিদের কাছে এ ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন পেশায় রঙ মিস্ত্রি ছিলেন। তিনি ওলানপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মহিউদ্দিন গৌরীপুর বাজার থেকে বাড়িতে যাচ্ছিল। সে তার গ্রাম ওলাপাড়া মসজিদের কাছে গেলে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা করে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক রোমেন বড়ুয়া বলেন, ধারণা করা হচ্ছে, মাদক সংক্রান্ত বিষয়ে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে তদন্তের পর বিষয়টি নিশ্চিত বলা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লায় মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো প্রস্ততি চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬