• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ বিকাল ০৩:১১:১৮ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সীতাকুণ্ডে মাছ শিকারে গিয়ে প্রাণ হারালেন আইআইইউসির শিক্ষার্থী

২৭ আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:৫৫:৫২

সংবাদ ছবি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে শখের বশে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে রায়হান উদ্দিন রাজু (২৫) নামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে।

২৭ আগস্ট মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ্রর আগে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাচতর এলাকার ভূঁইয়ার হাট খালে মাছ শিকারে গিয়ে ডুবে যান তিনি। নিহত রাজু সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের সলিমুল্লাহ’র (খান সাহেব) ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন বন্ধু বগাচতর এলাকার ভূঁইয়ার হাট খালে মাছ শিকারে যায়। এ সময় রায়হান উদ্দিন রাজুর জাল পানির নিচে আটকে যায়। পরে তিনি পানির নিচে আটকে পড়া জালটি খুলতে খালে নামেন।

এসময় ডুব দিয়ে জাল তোলার চেষ্টা করেন তিনি। প্রথমবার ডুব দিয়ে ওঠলেও দ্বিতীয়বার আর ওঠেননি। দীর্ঘক্ষণ তার সাড়া শব্দ না থাকায় তার বন্ধুরা তাকে খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর খালের গভীর থেকে তাকে জালে জড়ানো অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কাছে নিয়ে এলে তার মৃত্যু হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৈয়দপুর ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আলাউদ্দিন বলেন, রাজুকে উদ্ধার করে আমরা সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখান থেকে চমেক হাসপাতালে নেওয়ার পথে রাজু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এমন মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তার বাবা একজন ওমান প্রবাসী। রায়হান উদ্দিন রাজু পরিবারের বড় ছেলে। ছোট ছেলে প্রতিবন্ধী। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত
১২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:৪৪

সংবাদ ছবি
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে পথচারীর মৃত্যু
১২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:২৩:০৬

সংবাদ ছবি
আজও হতে পারে বৃষ্টি
১২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:১৭:২৫