• ঢাকা
  • |
  • সোমবার ২৪শে ভাদ্র ১৪৩২ বিকাল ০৫:৪৮:০৪ (08-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নবীনগরে পিকআপের চাপায় নিহত ১

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মাছবোঝাই পিকআপভ্যানের চাপায় ধন মিয়া (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।৬ সেপ্টেম্বর শনিবার সকালের দিকে উপজেলার জিনদপুর ইউনিয়নের বটতলী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ধন মিয়া উপজেলার নবীনগর পূর্ব ইউনিয়নের মেরকুটা গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।স্থানীয়রা জানান, সকাল আনুমানিক ৯টার দিকে মাছবোঝাই পিকআপভ্যানটি দ্রুতগতিতে বটতলী বাসস্ট্যান্ড এলাকা পার হচ্ছিল।এসময় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপভ্যানটি ধন মিয়াকে চাপা দিয়ে পাশে খালে পড়ে যায়। ঘটনার পর পরই আশেপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় ধন মিয়াকে উদ্ধার করে নবীনগর সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।