• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০৩:২৮:৪৪ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১ এপ্রিল ২০২৩ দুপুর ১২:২৩:৫১

সংবাদ ছবি

সাইফুল ইসলাম (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠিতে বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভির জেলা প্রতিনিধি সাইফুল ইসলামের নামে করা মিথ্যা ও যড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। ৩০ মার্চ বৃহস্পতিবার সকালে নলছিটি প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নলছিটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণির মানুষ এই মানববন্ধনে অংশ নেয়। এ মানববন্ধনের আয়োজন করে সম্মিলিত সাংবাদিক সমাজ।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার দপদপিয়া ইউনিয়নে ছাত্রলীগের দলীয় পদ নিয়ে দুটি পক্ষ বিবাদে লিপ্ত হয়। এরই জের ধরে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা মারামারি হয়। যার ফলে উভয় পক্ষই আইনের আশ্রয় নেয়। মো. আশিকুর রহমান নামে এক যুবক ২৮ মার্চ মঙ্গলবার ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ছয় জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। মামলায় সাংবাদিক সাইফুল ইসলামকে উদ্দেশ্যমূলকভাবে আসামি করা হয়েছে।

মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন নলছিটি প্রেসক্লাবের সভাপতি এনায়েত করিম, সহ-সভাপতি মিলন কান্তি দাস, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মনু, ঝালকাঠি প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক কে এম সবুজ প্রমুখ।

বক্তারা অবিলম্বে সাংবাদিক সাইফুল ইসলামের নামে করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করাসহ দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধেরও দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬