• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০২:১২:৪৩ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সাবেক এমপি জাহিরসহ ২০০ জনের বিরুদ্ধে হবিগঞ্জে হত্যা মামলা

১৬ আগস্ট ২০২৪ সকাল ০৯:১২:৩৮

সংবাদ ছবি

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আওয়ামী লীগ নেতাদের গুলিতে রিপন শীল নিহত হওয়ার ঘটনায় সাবেক এমপি জেলা আওয়ামী লীগ সভাপতি মো. আবু জাহিরকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

১৫ আগস্ট বৃহস্পতিবার বিকেলে নিহত রিপন শীলের মা রুবি রাণী শীল বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ৫৯ জনের নাম উল্লেখ করে আরও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আলম জানান, মামলাটি এফআইআর করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত উক্ত মামলায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট তৎকালী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবিতে হবিগঞ্জে মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মিছিলটি তিনকোণা পুকুরপাড় এলাকায় পৌঁছলে আওয়ামী লীগ নেতাকর্মীরা হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে গুলি ছুড়ে।

এ সময় সংঘর্ষ বাঁধলে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা পালিয়ে আত্মরক্ষা করেন। নেতাকর্মীদের একটি অংশ তৎকালীন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি মো. আবু জাহিরের বাসায় আশ্রয় নেন। সেখান থেকে তারা থেমে থেমে গুলি ছুড়তে থাকেন। এ সময় গুলিতে রিপন শীল নামে একজন মারা যান। উক্ত ঘটনায় বৃহস্পতিবার মামলাটি দায়ের করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬