• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০২:১১:১৩ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

উদ্যোক্তা হতে গিয়ে ঋণগ্রস্ত, অতঃপর বিষপানে আত্মহত্যা

১৫ জুলাই ২০২৪ সকাল ০৮:১৬:৪১

সংবাদ ছবি

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনা উপজেলায় উদ্যোক্তা হতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে অবশেষে বিষপানে আত্মহত্যা করেছেন ভক্ত রাম দাস (৩০) নামের একজন যুবক।

১৪ জুলাই রোববার ভোরে উপজেলার ধনপুর ইউনিয়নের বাকসাই গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ভক্ত রাম দাস ফেনানী গ্রামের মৃত সুধীন দাসের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত রাম দাস নিজস্ব এলাকার বিভিন্ন লোকের নিকট থেকে ধারদেনা করে বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেন। কিন্তু ব্যবসায় ক্রমাগত লোকসান গুনে ঋণগ্রস্থ হয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। হতাশ হওয়ার কারণে বিভিন্ন সময় আত্মহত্যা করতে চাইতেন তিনি।

রোববার ভোরে হঠাৎ বমি করতে করতে শারীরিক অবস্থা খারাপ হলে দ্রুত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সন্দেহের সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে পুনরায় ভক্ত রাম দাসকে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া আসেন, তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইটনা থানার অফিসার ইনচার্জ মো. জাকির রব্বানী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬