• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ দুপুর ১২:১৩:৫৬ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নওগাঁয় ভূয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নেয়া প্রতারক গ্রেফতার

১৮ মার্চ ২০২৩ বিকাল ০৫:৩৬:৩৩

সংবাদ ছবি

নওগাঁ প্রতিনিধি: সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে নওগাঁর বদলগাছীতে ভূয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতা হারুনুর রশিদ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। ১৮ মার্চ শনিবার ভোরে উপজেলার জিধিরপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে সকালে জানানো হয়। তিনি ওই গ্রামের মৃত আব্দুল জলিল মন্ডলের ছেলে।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হারুন উর রশিদসহ ৩-৪ জন সিন্ডিকেট করে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে আসিছল। হারুনের নেতৃত্ব তারা দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণার করে আসছিল। হারুন প্রার্থীদের আশ্বস্ত করে উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের সাথে তার দৃঢ় সম্পর্ক রয়েছে। এতে প্রার্থীদের সহজেই চাকরি হয়ে যাবে বলে আশ্বস্ত করতো। এভাবে প্রতারণা করে ভূয়া নিয়োগের মিথ্যা আশ্বাস দিয়ে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত।

২০২২ সালে সেনাবাহিনীতে নিয়োগ চলাকালে হারুন একজন প্রার্থীর সাথে যোগাযোগ করে চাকরি দেওয়ার জন্য অবৈধভাবে ১৩ লাখ টাকা নেন এবং একটি নিয়োগপত্র দেন। পরে ওই পদে যোগ দিতে যাওয়ার পর প্রার্থী তার ভূয়া নিয়োগপত্রের কথা জানতে পারেন। পরে ভুক্তভোগী বাদী হয়ে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামানের নেতৃত্বে বাদলগাছী থানার জিধিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে হারুন উর রশিদকে হাতেনাতে গ্রেফতার করে। এসময় কয়েকটি ভূয়া নিয়োগপত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে আসামীর বিরুদ্ধে বদলগাছী থানায় মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত, আহত ৪
১২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:১৬:৩১


সংবাদ ছবি
ভারত ছাড়ছেন নেপালের নাগরিকরা
১২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:৪৭:৪৩