• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ ভোর ০৪:৫৯:৪৩ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফরিদপুরে ফেনসিডিলসহ ২ মাদককারবারি আটক

৭ জুন ২০২৪ বিকাল ০৪:০৮:৪৫

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুর জেলার রাজবাড়ী হতে মাদক অভিযান চালিয়ে ১৪৩ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৪শ’ টাকা উদ্ধার করা হয়।

৬ জুন বৃহস্পতিবার বিকেলে জেলার কোতয়ালী থানার হেলিপোর্ট মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক মাদক কারবারিরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর থানার মহেশকুন্ডী গ্রামের বাবুল হোসেনের ছেলে সুমন হোসেন (২৮) এবং কুষ্টিয়া জেলার একই থানার প্রাগপুর গ্রামের মোক্তার হোসেনের পুত্র আল্লাকুল আশিক হৃদয় (১৯)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি অভিযানিক দল। এতে ১৪৩ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়।

র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি বলে স্বীকার করেছে। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬