• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে ভাদ্র ১৪৩২ দুপুর ০২:০৮:৪০ (10-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মেহেরপুরে কাজলা নদী বাঁচানোর দাবিতে মানববন্ধন

৭ জুন ২০২৪ সকাল ১১:১২:২৮

সংবাদ ছবি

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাজলা নদী বাঁচানোর দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী।

৬ জুন বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পিরোজপুর ইউনিয়নের কাঁঠালপোতা গ্রামের নারী পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষ কাজলা নদী দখলমুক্ত করার দাবিতে মানববন্ধনে অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসক বরাবর তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

স্থানীয় অধিবাসীদের পক্ষে আসাদুল ইসলাম আসাদ স্বাক্ষরিত স্মারকলিপিতে কাঁঠালপোতা, সোনাপুর, টুঙ্গী গ্রামের কাজলা নদীর অংশটি অবমুক্ত করে জেলে সম্প্রদায়সহ এলাকার সাধারণ কৃষকদের আবাদি জমি রক্ষায় অবৈধ বাঁধ উন্মুক্ত করে জনসাধারণের জীবিকা নির্বাহের সুব্যবস্থা করার আরজি জানানো হয়।

স্থানীয়রা জানান, কাজলা নদীতে বাঁধ দেওয়ার কারণে বর্ষা মৌসুমে কাঁঠালপোতা, সোনাপুর ও টুলী গ্রামের হাজার হাজার বিঘা ফসলি জমি পানিতে প্লাবিত হয়। পানি জমে থাকার কারণে এসব জমিতে কোনো ফসল হয় না। কাজলা নদী দখলে নেওয়ার কারণে সাধারণ কৃষকদের সোনালি আঁশ তথা পাট জাগ দিতে দেয় না।

এই কাজলা নদীতে এক সময় শত শত নিবন্ধিত জেলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। নদীটি জোরপূর্বক দখল করার পর থেকে জেলেদের জীবিকা নির্বাহ বন্ধ হয়ে গেছে। ফলে জেলে সম্প্রদায় বেকার হয়ে পড়েছে। কাজলা নদীতে এলাকার সাধারণ মানুষ গোসল করতে গেলেও মাছ চোর বলে অন্যায়ভাবে ইজারাদাররা মারধর করে। খরা মৌসুমে সেচ কাজের জন্য কৃষকের পানি প্রয়োজন হলে পানি পর্যন্ত নিতে দেয় না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ করল সিআইসি
১০ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০১:১৬:৫১



সংবাদ ছবি
ডাকসু নির্বাচনে ২৮ পদের ২৩টিতেই জয় শিবিরের
১০ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩৩:৪৫

সংবাদ ছবি
নাটোরে বিদেশি মদ ও ইয়াবাসহ দুজন আটক
১০ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩৩:২১