• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০৩:২৮:৫৮ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সাদুল্লাপুরে বিষাক্ত সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু

১৬ মার্চ ২০২৩ বিকাল ০৩:৫৭:০৬

সংবাদ ছবি

মো.তৌহিদুর রহমান তুহিন, সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে ভুট্টার জমিতে গবাদিপশুর ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে দুই সন্তানের জননী সাথী বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সাপের কামড়ের ৪ দিন পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গৃহবধূ ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আজাদুল ইসলামের স্ত্রী। ১৬ মার্চ বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানাযায়, গত ১২ মার্চ সকাল সাড়ে দশটার দিকে বাড়ির পাশে গরুর ঘাস কাটার জন্য ভুট্টার জমিতে যায়। সেখানে আলগা মাটির ঢেলের নিজে থাকা সাপ তার হাতে কামড়ে দেয়। তার আত্ম চিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে ও স্থানীয়  ওঝার  নিকট নেয়।

পরবর্তীতে সেখানে তার অবস্থার অবনতি হলে দুপুর ১২ টার দিকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বেলা তিনটার দিকে ডাক্তার জরুরি বিভাগে চিকিৎসা শুরু করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে ১২ মার্চ বিকালে তাকে হাসপাতালের আই সি ইউতে নেওয়া হয়।গত ৩ দিন আই সি ইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আবু তালেব মিয়া ও ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল কবির মিন্টু বলেন, লাশ রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে রয়েছে। আইনী প্রক্রিয়া সম্পূর্ণ করে নিয়ে আশার চেষ্টা চলছে। মহিলার স্বামী গরীব। তাদের ৫ ও ৭ বছরের দুটি ছেলে ও মেয়ে সন্তান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬