• ঢাকা
  • |
  • সোমবার ২৪শে ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৭:১১:০৬ (08-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কাউনিয়ায় ব্যবসায়ীর বাড়িতে সরকারি পাবলিক টয়লেট

২৮ মে ২০২৪ বিকাল ০৪:২৪:৩৬

সংবাদ ছবি

রংপুর ব্যুরো: রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে ব্যবসায়ীর বাড়িতে সরকারি পাবলিক টয়লেট নির্মাণের চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে।

প্রাপ্ত অভিযোগে জানাগেছে, রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের তিস্তা নদীর তীরবর্তী চরাঞ্চলের বর্ধিত এলাকা পল্লীমারী বাজারে জনস্বার্থে সরকারি পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ নেয়া হয়। এই প্রকল্প বাস্তবায়নে ২০২১-২০২২ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে উপজেলা পরিষদ স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে বরাদ্দ দেয়া হয় ৩ লাখ টাকা।

একই বছরে প্রকল্প বাস্তবায়নে ঠিকাদারের মাধ্যমে পল্লীমারী বাজারে নলকূপ এবং পানির পাম্পসহ দুই কক্ষ বিশিষ্ট পাবলিক টয়লেট নির্মাণ করা হয়। তবে প্রকল্পটি বাস্তবায়নে একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রে পাবলিক প্লেসে এই পাবলিক টয়লেট র্নিমাণ না করে উপজেলা প্রকৌশল অধিদফতর একই এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনের বাড়ির ভিতর সরকারি পাবলিক টয়লেটটি নির্মাণ করা হয়। ব্যক্তির নিয়ন্ত্রণে চলে যাওয়ায় ঐ বাড়ির গেট বন্ধ থাকার ফলে সাধারণ মানুষ পাবলিক টয়লেটটি ব্যব্যবহারের সুফল পাচ্ছে না।

উল্লেখ্য, এক যুগের বেশি সময় ধরে চরাঞ্চলের বর্ধিত এলাকা পল্লীমারী বাজারে জনবসতির পাশাপাশি গালামাল, মুদি দোকান, সার কিটনাশক, চায়ের দোকানসহ বেশ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ফলে বাজারে আসা মানুষের জন্য সুপেয় পানিসহ এই পাবলিক টয়লেট অতি জরুরি প্রয়োজন হলেও তারা এর সুফল থেকে বঞ্চিত রয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধিদের খুশি রাখতেই উপজেলা প্রকৌশল অধিদফতর পল্লীমারী বাজারে পাবলিক টয়লেট নির্মাণে এই অনিয়ম এবং দুর্নীতির আশ্রয় নিয়েছে।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমী সাংবাদিকদের জানান, হারাগাছ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রস্তাব অনুযায়ী প্রকল্পের স্থান নির্ধারণ করা হয়েছে। তিনি নিজেও প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে বিব্রত হয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
হত্যার অভিযোগে মামলা, ৮ মাস পর মরদেহ উত্তোলন
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০২:২৫

সংবাদ ছবি
নারায়ণগঞ্জে জটিল সমীকরণে মামুন মাহমুদ
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৪:১২

সংবাদ ছবি
নাগেশ্বরীতে সারের দাম বেশি রাখায় জরিমানা
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২২:৫০


সংবাদ ছবি
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭৩
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৬:২৬