• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ দুপুর ১২:০১:৫০ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

জয়পুরহাটে উৎসব মুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ

২১ মে ২০২৪ বিকাল ০৩:০১:০২

সংবাদ ছবি

জয়পুরহাট প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলায় উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। ২১ মে মঙ্গলবার সকাল ৮টা থেকে এ দুটি উপজেলার ১৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

এ দুটি উপজেলায় চেয়ারম্যান পদে ১১ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, দুই উপজেলার মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৯৯১ জন। এর মধ্যে জয়পুরহাট সদর উপজেলায় ২ লাখ ৪৬ হাজার ৩৪৫ এবং পাঁচবিবি উপজেলায় ২ লাখ ৪ হাজার ৬৪৬ জন ভোটার রয়েছেন।

এদিকে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কেন্দ্রগুলোতে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছে।

এ নির্বাচনের রিটার্নিং অফিসার বিপুল কুমার জানান, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত, আহত ৪
১২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:১৬:৩১


সংবাদ ছবি
ভারত ছাড়ছেন নেপালের নাগরিকরা
১২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:৪৭:৪৩